যা কিছু আসমানে আছে আর যা কিছু যমীনে আছে সব কিছুই প্রশংসা ও মহিমা ঘোষণা করে আল্লাহর যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, অতি পবিত্র, মহাপরাক্রান্ত, মহাবিজ্ঞানী।
তিনিই নিরক্ষরদের মাঝে পাঠিয়েছেন তাঁর রসূলকে তাদেরই মধ্য হতে, যে তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করে, তাদেরকে পবিত্র করে, আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয় অথচ ইতোপূর্বে তারা ছিল স্পষ্ট গুমরাহীতে নিমজ্জিত।
Notes placeholders
প্রিয় কুরআনের সাহাবী,
আমরা সর্বদা বিনামূল্যে বিশ্বকে কুরআনের জ্ঞান ও প্রযুক্তি পরিবেশন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ক্রমাগত দাতব্য (সদকা জারিয়াহ) জন্য উপযুক্ত সুযোগ। মাসিক (বা একবার) দাতা হিসাবে আপনার পরকালে বিনিয়োগ করুন।