এটি একটি কিতাব যা তোমার উপর নাযিল করা হয়েছে, এ ব্যাপারে তোমার অন্তরে যেন কোন প্রকার কুণ্ঠাবোধ না হয়, (এটা নাযিল করা হয়েছে অমান্যকারীদেরকে) এর দ্বারা ভয় প্রদর্শনের জন্য এবং মু’মিনদেরকে উপদেশ প্রদানের জন্য।
তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তোমরা তা মান্য করে চল, তাঁকে ছাড়া (অন্যদের) অভিভাবক মান্য করো না, তোমরা খুব সামান্য উপদেশই গ্রহণ কর।
Notes placeholders
প্রিয় কুরআনের সাহাবী,
আমরা সর্বদা বিনামূল্যে বিশ্বকে কুরআনের জ্ঞান ও প্রযুক্তি পরিবেশন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ক্রমাগত দাতব্য (সদকা জারিয়াহ) জন্য উপযুক্ত সুযোগ। মাসিক (বা একবার) দাতা হিসাবে আপনার পরকালে বিনিয়োগ করুন।